Wellcome to National Portal
Main Comtent Skiped

at a glance

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা মাগুরা। জেলার হাজার বছরের ঐতিহ্যে লালিত এখানকার উর্বর মৃত্তিকা। মাগুরা জেলা শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দিক নির্দেশনা অনুযায়ী জেলার সংস্কৃতির প্রসার ও বিকাশ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনে সমৃদ্ধ মাগুরা জেলা শিল্পকলা একাডেমি দেশীয় সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।


মাগুরা জেলা শিল্পকলা একাডেমি সারা বছর বিভিন্ন দিবস উদযাপন, পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। যেমনঃ-২৬ শে মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস, ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস , ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, বসন্ত উৎসব, ১লা বৈশাখ বর্ষবরণ উৎসব, বর্ষাবরণ উৎসব, শরৎকালীন সাংস্কৃতিক উৎসব, হৈমন্তিক সাংস্কৃতিক উৎসব, শীতকালীন সাংস্কৃতিক উৎসব, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী , জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, শিশু নাট্য দিবস, বিশ্ব নাট্য দিবস, বিশ্ব নৃত্য দিবস, বিশ্ব সংগীত দিবস, চলচ্চিত্র উৎসব, পৌষ মেলা, জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ইত্যাদি।


মাগুরা জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে ৪ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের ৪ (চার) বছর মেয়াদী সার্টিফিকেট প্রদান করা হয়।